বিশ্বায়নের এই যুগে পুরা পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পথপ্রদর্শক। তাই অধিক মানসম্মত ও গুণগত শিক্ষা গ্রহনের মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বংশধরদের প্রতিনিধি হিসেবে সমৃদ্ধ ও আলোকিত জীবনের বার্তা বয়ে বেড়াবে। এই পটভূমিকে সামনে রেখে সন্তানদেরকে আধুনিক বিশ্বের ও সমাজের একজন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা স্বপ্নচারী আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের মধ্যে বহুমাত্রিক মেধার বিকাশ ও সার্বিক উন্নয়ন ঘটিয়ে কাঙ্খিত লক্ষে পৌছে দেওয়াই আমাদের একমাত্র ব্রত। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে তার জন্যে প্রয়োজন ছাত্র জীবনের শুরু থেকেই সুদৃড় ভীত গড়ে তোলা যাতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্ণধার হতে পারে এবংদেশাত্ববোধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বীয় কর্মের মাধ্যমে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারে । বিদ্যালয়ের সুন্দর পরিবেশ, কার্যকরী শ্রেণিপাঠদান ,মানসম্মত শিক্ষক নিয়োগ ,ডিজিটাল কন্টেন্টে শিক্ষাদান ,বিজ্ঞান ও শিল্পকলাকে সমান গুরুত্ব দিয়ে পাঠদান সহ নানাবিধ যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহনে প্রতিষ্ঠানটি অল্প সময়ে সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
আমি স্বপ্নচারী আইডিয়াল স্কুলের সার্বিক কল্যাণ কামনা করি।
ধন্যবাদান্তে,
সোহেনী লিনা
সভাপতি
স্বপ্নচারী আইডিয়াল স্কুল
স্বপ্নচারী আইডিয়াল স্কুল, যশোর
ঠিকানা : বি/১০-১১, সেক্টর-০৭, উপশহর, যশোর
যোগাযোগ: ০১৯১৪ ৬১৪৯৯৯
কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited