বি/১০-১১, সেক্টর-০৭ উপশহর, যশোর
স্কুল কোড: ৪৮২৮৬৩,ইএমআইএস কোড: ২০৬০৮০৫২০
মোবাইল:০১৯১৪৬১৪৯৯৯ | E-mail: [email protected]
এতদ্বারা স্বপ্নচারী আইডিয়াল স্কুল এ ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তির জন্য অনলাইনে স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে (https://swapnocharischool.com) আবেদন করতে হবে। অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ২১/০৯/২০২৪ ইং তারিখ সকাল ৯.০০ টা থেকে শুরু হয়ে ৩১/১২/২০২৪ ইং তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত চলমান থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১০০/- (একশত) টাকা মাত্র।
অনলাইনে আবদনের জন্য (https://swapnocharischool.com) ঠিকানায় প্রবেশ করে “অনলাইন ভর্তি” পেজের মধ্যে “আবেদন ফরম” অপশনে Click করতে হবে। অতঃপর প্রদত্ত অনলাইন ফরম এর সকল অংশ যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। ফরম পূরণ করে Submit করলে ওয়েবসাইটেই একটি Student ID দৃশমান হবে। উক্ত Student ID অবশ্যই সংরক্ষণ করতে হবে।
উলেখ্য; আবেদন পত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০ Pixel, সাইজ সর্বোচ্চ ২০০Kb) স্ক্যান করে নির্ধারিত জায়গায় Upload করবেন ।
অনলাইন আবেদনপত্র সমূহের মধ্য হতে লটারির মাধ্যমে ভর্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের তালিকা পরবর্তীতে নোটিশের মাধ্যমে প্রকাশ করা হবে।
মো: ইমরান হোসেন
প্রধান শিক্ষক
স্বপ্নচারী আইডিয়াল স্কুল
বি/১০-১১, সেক্টর-০৭ উপশহর, যশোর
মোবাইল: ০১৯০১-৪৫০১৭
স্বপ্নচারী আইডিয়াল স্কুল, যশোর
ঠিকানা : বি/১০-১১, সেক্টর-০৭, উপশহর, যশোর
যোগাযোগ: ০১৯১৪ ৬১৪৯৯৯
কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited